কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপ চুরি হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) রাশেদুল ইসলাম। এদিকে নৈশপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করায় এ নিয়ে চলছে সমালোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর ছিল আগে থেকেই সিসি ক্যামেরার আওতায়। এ ছাড়া উপজেলা পরিষদে রয়েছে আনসার ক্যাম্প। রাতে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে পাহারারত ছিলেন দুজন আনসার সদস্য ও উপজেলা চত্বরে পাহারায় ছিলেন চার অফিসের চারজন নৈশপ্রহরী। এরপরও পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের জানালার গ্রিল কাটেন চোরেরা। চুরি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সিএর ল্যাপটপ। এলোমেলো করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএর কক্ষের অফিশিয়াল কাগজপত্র।
গতকাল রোববার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষে। ওই সময় চলছিল লোডশেডিং। এই সুযোগে চোরেরা কক্ষ দুটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর চুরি করে পালিয়ে যান।
নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি বলেন, উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতাধীন। এ ছাড়া রাতে পাহারায় ছিলেন চারজন নৈশপ্রহরী। এরপরও যদি চুরির মতো ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঘটনাটি নিয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, চোরেরা গ্রিল কেটে এলোমেলো করে কক্ষ দুটি থেকে কাগজপত্র নিয়ে যান এবং উপজেলা চেয়ারম্যানের সিএর কক্ষ থেকে ল্যাপটপ। এ ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।
কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত শুরু করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে তিনি রিসিভ তা করেননি।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনে চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপ চুরি হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) রাশেদুল ইসলাম। এদিকে নৈশপ্রহরীদের চোখ ফাঁকি দিয়ে চুরি করায় এ নিয়ে চলছে সমালোচনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলা পরিষদ চত্বর ছিল আগে থেকেই সিসি ক্যামেরার আওতায়। এ ছাড়া উপজেলা পরিষদে রয়েছে আনসার ক্যাম্প। রাতে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে পাহারারত ছিলেন দুজন আনসার সদস্য ও উপজেলা চত্বরে পাহারায় ছিলেন চার অফিসের চারজন নৈশপ্রহরী। এরপরও পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের জানালার গ্রিল কাটেন চোরেরা। চুরি করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সিএর ল্যাপটপ। এলোমেলো করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএর কক্ষের অফিশিয়াল কাগজপত্র।
গতকাল রোববার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষে। ওই সময় চলছিল লোডশেডিং। এই সুযোগে চোরেরা কক্ষ দুটির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এরপর চুরি করে পালিয়ে যান।
নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন উপজেলা চেয়ারম্যানের উপপ্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি বলেন, উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতাধীন। এ ছাড়া রাতে পাহারায় ছিলেন চারজন নৈশপ্রহরী। এরপরও যদি চুরির মতো ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঘটনাটি নিয়ে কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, চোরেরা গ্রিল কেটে এলোমেলো করে কক্ষ দুটি থেকে কাগজপত্র নিয়ে যান এবং উপজেলা চেয়ারম্যানের সিএর কক্ষ থেকে ল্যাপটপ। এ ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।
কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত শুরু করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলে তিনি রিসিভ তা করেননি।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
৫ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১৩ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১৬ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৪১ মিনিট আগে