নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় নাগরিক শংকর অধিকারী (৩৯) বাংলাদেশি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় টহল দল তাদের আটক করে।
আটক শংকর অধিকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬ মাসের ভিসায় বাংলাদেশে আসার পর বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারত চলে যান। সম্প্রতি আবার বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোরী, পাশের বাড়ি যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছরের ছেলেকে ভারতে পাচারের পরিকল্পনা করেন।
পাচারচেষ্টার বিষয়ে দুই নারী জানায়, শংকর অধিকারী বেড়ানোর কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। পাচারের বিষয়টি তারা জানতেন না।
জিজ্ঞাসাবাদে শংকর জানান, পাচারের জন্য বাংলাদেশি দালাল আনোয়ারের সঙ্গে তাঁর ৪৭ হাজার টাকার চুক্তি হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।
আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় এবং দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর ব্রিজ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় নাগরিক শংকর অধিকারী (৩৯) বাংলাদেশি দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় টহল দল তাদের আটক করে।
আটক শংকর অধিকারী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৬ মাসের ভিসায় বাংলাদেশে আসার পর বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখানে এক কিশোরীকে (১৩) বিয়ে করে ভারত চলে যান। সম্প্রতি আবার বাংলাদেশে প্রবেশ করে ওই কিশোরী, পাশের বাড়ি যুথিকা হালদার (২৯) ও যুথিকার ১০ বছরের ছেলেকে ভারতে পাচারের পরিকল্পনা করেন।
পাচারচেষ্টার বিষয়ে দুই নারী জানায়, শংকর অধিকারী বেড়ানোর কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। পাচারের বিষয়টি তারা জানতেন না।
জিজ্ঞাসাবাদে শংকর জানান, পাচারের জন্য বাংলাদেশি দালাল আনোয়ারের সঙ্গে তাঁর ৪৭ হাজার টাকার চুক্তি হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল উদ্ধার করা হয়।
আটক ভারতীয় নাগরিককে মহেশপুর থানায় এবং দুই নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ আশ্রয়কেন্দ্রে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
৩ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৮ ঘণ্টা আগে