Ajker Patrika

গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে বের হয়েছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী (৮৫)। কিন্তু এরপর তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল রব গাজী স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে ঘর থেকে বের হন আব্দুল রব গাজী। অনেক সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাঁর জুতা ও গামছা দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী প্রতিদিনের মতো নিজ বাড়ির সামনে বড় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মাজার ভেঙে লাশ পোড়ানোর সঙ্গে ইসলামের সম্পর্ক নেই: ইসলামী আন্দোলন

নুরাল পাগলার দাফনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ঘটল

রূপপুরের বালিশ-কাণ্ডে এক প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর, অন্যজনের নিম্ন গ্রেডে অবনমন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত