Ajker Patrika

ঝালকাঠিতে ৯৮ বছরের বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ

প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি) 
ঝালকাঠিতে ৯৮ বছরের বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ

ঝালকাঠির নলছিটির ৯৮ বছর বয়সী এক বৃদ্ধ আজ ছয়দিন ধরে নিখোঁজ। উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামের এই বৃদ্ধের নাম মো. আ আজিজ তালুকদার (৯৮)।

গত ১ সেপ্টেম্বর দুপুরে আজিজ তালুকদার বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো খোঁজ মেলেনি। গত শনিবার ওই বৃদ্ধের ছেলে মোজাম্মেল তালুকদার নলছিটি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৪১) করেন। জিডিতে নিখোঁজ বৃদ্ধের বয়স ৯৮ বছর উল্লেখ করা হয়েছে।

নিঁখোজ আজিজ তালুকদারের ছেলে মো, মোজাম্মেল তালুকদার বলেন, কাউকে কিছু না বলে দুপুরে বাসা থেকে বের হয়ে যান তিনি। এর পর আর বাড়ি ফেরেননি। এ সময় তাঁর পরণে ছিল লুঙ্গি ও পাঞ্জাবি। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর মুখে লম্বা দাড়ি রয়েছে। তিনি লাঠিতে ভর দিয়ে হাঁটেন। মোজাম্মেল তালুকদার তাঁর বাবার খোঁজ পেলে সঙ্গে সঙ্গে তা যেন তাঁর নম্বরে (০১৬১০৩৯৯৮৯৭ / ০১৭২৯৪৭৬৬২৩) ফোন করে জানানো হয়, সে অনুরোধ করেন।

এ বিষয়ে নলছিটি থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, সাধারণ ডায়েরি হয়েছে। এ সম্পর্কিত তত্য সব জায়গায় পাঠানো হয়েছে। তাঁকে খুঁজতে পুলিশও তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...