Ajker Patrika

ঝালকাঠিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রকৌশলী নিহত

ঝালকাঠি প্রতিনিধি  
সাইদুর রহমান। ছবি: সংগৃহীত
সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রহমান (৪৭) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঢাপড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদুর রহমান বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে ঝালকাঠি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়েছিল। তাঁর মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ঝালকাঠি থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হলে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত