Ajker Patrika

৪০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

৪০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

যশোরের মনিরামপুরে ভোজ্যতেল মজুত রাখার অপরাধে আরিফুজ্জামান পানু নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল মনিরামপুরের দুর্গাপুর ঈদগাহ সংলগ্ন মেসার্স মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
 
আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার দুপুরে র‍্যাবের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চলে। এ সময় ২০০ ব্যারেল যার আনুমানিক ওজন ৪০ হাজার লিটার ভোজ্যতেল সয়াবিন ও পাম তেল মজুত পাওয়া গেছে। এ অপরাধে মালিক আরিফুজ্জামান পানুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
পেশকার বলেন, ‘এক সপ্তাহের মধ্যে মালিক তেল বিক্রি করে দেবেন বলে আদালতের সামনে অঙ্গীকার করেছেন।’
 
গত কয়েক দিন ধরে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তেল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ খেটে খাওয়া মানুষের। এ অবস্থায় মেসার্স মনিরুদ্দিনের গুদামে এত তেল মজুত রেখেছে তা রীতিমতো নিন্দনীয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...