Ajker Patrika

বেনাপোল বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।

ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...