Ajker Patrika

যশোরে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১১: ৪৮
গুলিতে নিহত মীর সামিল সাকিব সাদী। ছবি: সংগৃহীত
গুলিতে নিহত মীর সামিল সাকিব সাদী। ছবি: সংগৃহীত

যশোরে গুলি ও ছুরিকাঘাতে মীর সামিল সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মুজিব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাদী ওই এলাকার শওকত হোসেনের ছেলে। পুলিশ বলছে, সাদী যশোর রেলগেটের শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন সাদী। বাড়ির সামনের খানিকটা দূরে আগে থেকে অপেক্ষায় ছিলেন দুই শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই তাঁরা সাদীকে ছুরিকাঘাত করে।

এ সময় সাদীর মোটরসাইকেলে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরলে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং রাকিবকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের ছোড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পথে রাত ১টার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হাসপাতালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী এবং যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’

ড্রাইভিং লাইসেন্সে বিআরটিএর নিয়ন্ত্রণ থাকছে না: উপদেষ্টা ফাওজুল কবির

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে: কারা মহাপরিদর্শক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ