Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

কেশবপুরে এক ছাত্রীকে শ্লীলতাহানিসহ ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে গতকাল মঙ্গলবার মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার রামচন্দ্রপুর পাঁচপীর দরগা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়তে যায় একই মাদ্রাসার এক ছাত্রী। সেদিন ওই শিক্ষকের কাছে অন্য শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে না আসায় তাকে একা পেয়ে শ্লীলতাহানিসহ ধর্ষণচেষ্টা করেন ওই শিক্ষক। ওই ছাত্রী বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়। এরপর ঘটনার উল্লেখ করে ওই ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অলিয়ার রহমানের কাছেও মৌখিকভাবে জানানো হয়। 

এ ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম। 

এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অলিয়ার রহমান বলেন, এ ঘটনায় মাদ্রাসার সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে মঙ্গলবার পত্র দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন বলেন, ওই অভিভাবকের অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা-পুলিশের নিকট পাঠানো হয়। 

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত