খাবারের সন্ধানে কেশবপুরের কালোমুখো হনুমানগুলো এখন মনিরামপুরে। গেল দুই মাস ছোটবড় অন্তত ২০টি হনুমান দল বেঁধে উপজেলার শ্যামকুড় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় লোকজন সাধ্যমতো তাদের খাবারের ব্যবস্থা করলেও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন তাঁরা। হনুমান বাড়িতে বা সবজি খেতে ঢুকে উৎপাত চালাচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হনুমানের দল আসে শ্যামকুড়ের যমযমিয়া দাখিল মাদ্রাসায়। প্রথমে তারা মাদ্রাসার প্রাচীরে অবস্থান নেয়। পরে খাবার খুঁজতে শ্রেণিকক্ষে ঢুকে পড়ে।
জানা যায়, কালামুখো হনুমানের আদিবাস যশোরের কেশবপুরে। সেখানে তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি খরচে নিয়মিত হনুমানের খাবারের ব্যবস্থা থাকলেও তা সঠিকভাবে বিতরণ করা হয় না। ফলে খাবারের খোঁজে বছরের অধিকাংশ সময় হনুমানের দল মনিরামপুরসহ আশপাশের এলাকায় ঢুকে পড়ে।
যমযমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিছুর রহমান বলেন, প্রায়ই হনুমানের দল মাদ্রাসায় ঘোরাঘুরি করে। এবারই সবচেয়ে বেশিসংখ্যক ২০টি হনুমান একসঙ্গে এসেছে। শিক্ষার্থীরা ওদের খাবার দিয়েছে। আরও খাবারের আশায় ওরা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। পরে হনুমান তাড়িয়ে দিয়ে ক্লাস করাতে হয়েছে।
ওই শিক্ষক বলেন, দুই মাস ধরে হনুমানের দল এ অঞ্চলে আছে। রাতের বেলায় ওরা গাছে থাকে। সকাল হলে গ্রামে ছড়িয়ে পড়ে।
মনিরামপুর কেশবপুর অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খাবারের খোঁজ না অভ্যাসগত কারণে হনুমানগুলো আশপাশের এলাকায় বিচরণ করে।
গোলাম মোস্তফা বলেন, কেশবপুরে ছোটবড় অন্তত ৩৫০টি হনুমান রয়েছে। সরকারিভাবে নিয়মিত ওদের খাবারের ব্যবস্থা করা হয়।
খাবারের সন্ধানে কেশবপুরের কালোমুখো হনুমানগুলো এখন মনিরামপুরে। গেল দুই মাস ছোটবড় অন্তত ২০টি হনুমান দল বেঁধে উপজেলার শ্যামকুড় এলাকায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয় লোকজন সাধ্যমতো তাদের খাবারের ব্যবস্থা করলেও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন তাঁরা। হনুমান বাড়িতে বা সবজি খেতে ঢুকে উৎপাত চালাচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হনুমানের দল আসে শ্যামকুড়ের যমযমিয়া দাখিল মাদ্রাসায়। প্রথমে তারা মাদ্রাসার প্রাচীরে অবস্থান নেয়। পরে খাবার খুঁজতে শ্রেণিকক্ষে ঢুকে পড়ে।
জানা যায়, কালামুখো হনুমানের আদিবাস যশোরের কেশবপুরে। সেখানে তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি খরচে নিয়মিত হনুমানের খাবারের ব্যবস্থা থাকলেও তা সঠিকভাবে বিতরণ করা হয় না। ফলে খাবারের খোঁজে বছরের অধিকাংশ সময় হনুমানের দল মনিরামপুরসহ আশপাশের এলাকায় ঢুকে পড়ে।
যমযমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আনিছুর রহমান বলেন, প্রায়ই হনুমানের দল মাদ্রাসায় ঘোরাঘুরি করে। এবারই সবচেয়ে বেশিসংখ্যক ২০টি হনুমান একসঙ্গে এসেছে। শিক্ষার্থীরা ওদের খাবার দিয়েছে। আরও খাবারের আশায় ওরা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। পরে হনুমান তাড়িয়ে দিয়ে ক্লাস করাতে হয়েছে।
ওই শিক্ষক বলেন, দুই মাস ধরে হনুমানের দল এ অঞ্চলে আছে। রাতের বেলায় ওরা গাছে থাকে। সকাল হলে গ্রামে ছড়িয়ে পড়ে।
মনিরামপুর কেশবপুর অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, খাবারের খোঁজ না অভ্যাসগত কারণে হনুমানগুলো আশপাশের এলাকায় বিচরণ করে।
গোলাম মোস্তফা বলেন, কেশবপুরে ছোটবড় অন্তত ৩৫০টি হনুমান রয়েছে। সরকারিভাবে নিয়মিত ওদের খাবারের ব্যবস্থা করা হয়।
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
১ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
১ ঘণ্টা আগে