Ajker Patrika

সড়কে পিষ্ট আসিফের বিদেশযাত্রার স্বপ্ন

­যশোর প্রতিনিধি
নিহত আসিফের মা আহাজারি করছেন। ছবি: আজকের পত্রিকা
নিহত আসিফের মা আহাজারি করছেন। ছবি: আজকের পত্রিকা

যশোরে ট্রাক ও মোইরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ হোসেন (১৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হন তাঁর বন্ধু। আজ রোববার বেলা ২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসিফ সদর উপজেলার চুড়ামণকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আসিফ নিহতের খবর পেয়ে তাঁর বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা
আসিফ নিহতের খবর পেয়ে তাঁর বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আজকের পত্রিকা

নিহত শিক্ষার্থীর স্বজনেরা ও পুলিশ জানিয়েছে, আগামী মাসে আসিফের মালয়েশিয়ায় যাওয়ার কথা। যশোর পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিয়ে ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসিফ মারা যান। গুরুতর অবস্থায় স্থানীয় বাসিন্দারা রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ও নিহত শিক্ষার্থীর স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন।

আসিফ নিহত হওয়ার পর তাঁর বন্ধু ও স্বজনেরা সড়ক আটকে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
আসিফ নিহত হওয়ার পর তাঁর বন্ধু ও স্বজনেরা সড়ক আটকে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে গিয়ে নিহত আসিফের বাবা-মা ও চাচাকে সড়কের পাশেই আহাজারি করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আর্তনাদ করছিলেন বাবা মেহের আলী। ভাইকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘আমার কী হয়ে গেল। আমার তো সব শেষ! হে মাবুদ তুমি আমার ছেলেটারে কেন এভাবে কেড়ে নিলা। ছেলেটারে বিদেশে পাঠাতে চাইছিলাম। কাগজপত্রও এসেছিল। আজ পাসপোর্ট দিবে বলে খুব খুশি ছিল। পাসপোর্ট আনতে গিয়ে ছেলেটার প্রাণ চলে গেল। আমি কী নিয়ে বাঁচব। ছেলেটা ট্রাকের চাকায় পিষ্ট হলো। আমার স্বপ্নও শেষ।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেছে। ট্রাকটির চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...