জামালপুর প্রতিনিধি
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানিয়েছেন, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তাঁর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীরা বলে, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আইনের আওতায় নিয়ে আসায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।
পুলিশ জানিয়েছেন, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তাঁর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
এলাকাবাসীরা বলে, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আইনের আওতায় নিয়ে আসায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র এবং গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও সদস্যদের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের অভিযোগ তুলে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাঙালিরা।
১৫ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে সাবেক সংসদ সদস্য বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর
২৪ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সুমির কুমার মণ্ডল নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার দাড়িকুশি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন।
২৯ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে অপহরণের শিকার দুই যুবকসহ পাঁচজনকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত
৩৬ মিনিট আগে