হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকার হরিজনপট্টিতে চাঁদার টাকা না পেয়ে একটি বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল যুবক। এতে এক নারীসহ দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা দুই যুবককে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে।
আহতদের অভিযোগ, এনামুল হক সাকিবের নেতৃত্বে কয়েক যুবক বাবুল হরিজনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বাবুল টাকা দিতে অস্বীকার করলে তাঁরা বাসায় ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা বাবুল এবং এক নারীকে মারধর করে আহত করেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলেন পুরান মুন্সেফী এলাকার হাবিবুর রহমান রিয়াদ এবং ২ নম্বর পুল এলাকার রাব্বি। তবে মূল অভিযুক্ত সাকিবসহ কয়েকজন পালিয়ে গেছেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে জানান, এনামুল হক সাকিবের নেতৃত্বেই এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এর আগেও তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে এসে একই অপরাধে পুনরায় লিপ্ত হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।
সচেতন মহল বলছে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এম এন সাজেদুর রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও এই চক্র এখনো সক্রিয়। তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘একদল যুবক হরিজনপট্টিতে চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয়রা দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। ভুক্তভোগীরা মামলা করলে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হবে। আর যদি মামলা না হয়, তাহলে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।’
হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকার হরিজনপট্টিতে চাঁদার টাকা না পেয়ে একটি বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল যুবক। এতে এক নারীসহ দুজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা দুই যুবককে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে।
আহতদের অভিযোগ, এনামুল হক সাকিবের নেতৃত্বে কয়েক যুবক বাবুল হরিজনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। বাবুল টাকা দিতে অস্বীকার করলে তাঁরা বাসায় ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁরা বাবুল এবং এক নারীকে মারধর করে আহত করেন। তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলেন পুরান মুন্সেফী এলাকার হাবিবুর রহমান রিয়াদ এবং ২ নম্বর পুল এলাকার রাব্বি। তবে মূল অভিযুক্ত সাকিবসহ কয়েকজন পালিয়ে গেছেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে জানান, এনামুল হক সাকিবের নেতৃত্বেই এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এর আগেও তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আইনের ফাঁক গলে বেরিয়ে এসে একই অপরাধে পুনরায় লিপ্ত হচ্ছে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো তাদের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।
সচেতন মহল বলছে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এম এন সাজেদুর রহমান মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেও এই চক্র এখনো সক্রিয়। তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘একদল যুবক হরিজনপট্টিতে চাঁদাবাজির চেষ্টা করলে স্থানীয়রা দুজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। ভুক্তভোগীরা মামলা করলে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হবে। আর যদি মামলা না হয়, তাহলে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।’
প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
২৬ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশের পর তাঁর সঙ্গে থাকা ছাত্রদলের কর্মী তানিমও মারা গেছেন। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিম (২০) মারা যান।
১ ঘণ্টা আগে