Ajker Patrika

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল রাতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উল্টে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জ সদর উপজেলায় গতকাল রাতে গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উল্টে আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করে পালানোর সময় চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বুধবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শাহ আলম জানান, সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে একটি সাদা রঙের পিকআপ ভ্যানে ওঠানো হয়। পরে আবার আরও একটি আনতে গেলে গরুর মালিক টের পেয়ে যান। তখন গরুর মালিকের চিৎকার শুনে এলাকাবাসী তাঁদের ধাওয়া করেন। পরে চোর চক্রের সদস্যরা নকড়িরচর থেকে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে পালিয়ে যান। কিন্তু সিলনা বাজারের সেতু ভাঙা থাকায় গাড়িটি দুর্ঘটনার স্বীকার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বিস্ফোরণ হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় গরুচোর চক্রের সদস্যরা পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া, আশাবাদী চিকিৎসকেরা

ইউরোপ চাইলে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত—পুতিনের এই মন্তব্যে ব্রিটেনের তীব্র প্রতিক্রিয়া

কে এই কৃষ্ণ নন্দী, তাঁকে জামায়াত প্রার্থী করল কেন

জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খুলনার কৃষ্ণ নন্দী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ