কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত মঙ্গলবার অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাঁকে বিএসএফ আটক করে হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিএসএফের সদস্যরা স্বরুপনগর থানায় হস্তান্তর করে।’
বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার সংক্রান্তের নথি আজকের পত্রিকার হাতে এসেছে।
স্বরুপনগর থানা থেকে গতকাল বৃহস্পতিবার বিমল কৃষ্ণ বিশ্বাসকে বশিরহাট কোর্টে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে কলকাতার বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪৮৬ / ২৪। এদিকে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, ‘বিগত ১১ বছর বিমল কৃষ্ণবিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাই বিমল কৃষ্ণ বিশ্বাসকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিচার করা হোক।’
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, ‘বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন। তাঁর নামে ঢাকায় মামলা থাকতে পারে। তাই আমরা চাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে জানতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নামে কোটালীপাড়া থানায় কোনো মামলা নেই।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস ভারতের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিমল কৃষ্ণ বিশ্বাসের নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গত মঙ্গলবার অবৈধভাবে বিমল কৃষ্ণ বিশ্বাস বাংলাদেশের সাতক্ষীরা হয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাঁকে বিএসএফ আটক করে হাকিমপুর ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে বিএসএফের সদস্যরা স্বরুপনগর থানায় হস্তান্তর করে।’
বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার সংক্রান্তের নথি আজকের পত্রিকার হাতে এসেছে।
স্বরুপনগর থানা থেকে গতকাল বৃহস্পতিবার বিমল কৃষ্ণ বিশ্বাসকে বশিরহাট কোর্টে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে কলকাতার বসিরহাট কোর্ট হাজতে রয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বরুপনগর থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪৮৬ / ২৪। এদিকে বিমল কৃষ্ণ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর কোটালীপাড়ায় ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, ‘বিগত ১১ বছর বিমল কৃষ্ণবিশ্বাস কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাই বিমল কৃষ্ণ বিশ্বাসকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিচার করা হোক।’
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ বলেন, ‘বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া ও ঢাকায় রাজনীতি করতেন। ৫ আগস্টের আগে তিনি ঢাকায় ছিলেন। তাঁর নামে ঢাকায় মামলা থাকতে পারে। তাই আমরা চাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক।
এ বিষয়ে জানতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের নামে কোটালীপাড়া থানায় কোনো মামলা নেই।
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
৮ মিনিট আগেকলেজ সেকশনে ১২ জন শিক্ষক রয়েছেন। আর কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই শিক্ষার্থীও ফেল করেছেন। রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় এমন ফল বিপর্যয়ের চিত্র মিলেছে।
১৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় টিনের চাল কেটে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কয়েক লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিমলা পোদ্দার (৬৭)।
৩১ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নলবোনার বিলে দেখা মিলেছে শাপলা ফুলের। আর এসব ফুল তুলতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসছে শিশু-কিশোর ও মাঠে কাজ করতে আসা কৃষকেরা। সাপের ভয় থাকলেও পানিতে নেমে ফুল তুলছে তারা।
১ ঘণ্টা আগে