Ajker Patrika

শ্রীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
শ্রীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার মাওনা ইউনিয়নের ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।

এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করা হয়। তাতে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কারখানা শ্রমিক মনির হোসেন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ আমাদের বার্ষিক ছুটির টাকা, হাজিরা বোনাস ও নাইট বিল দিচ্ছে না। এসব দাবি করে এলেও তা মানছে না কারখানা কর্তৃপক্ষ।’

কারখানা শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘কারখানার লিংকিং ইনচার্জ আমাদের নারী শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমাদের সঙ্গে সব সময় বকাঝকা করেন। আমাদের বেতন-ভাতা ঠিক সময় পরিশোধ করেন না। আমাদের যে পরিমাণ খাটান, সে তুলনায় মজুরি দেন না। আমাদের এক বছরের বার্ষিক ছুটির টাকা দেন না। এ জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব না।’

কারখানাশ্রমিক লাভলী আক্তার বলেন, ‘গত এক বছরের বার্ষিক ছুটির টাকা বকেয়া পড়েছে। আমরা অনেক কষ্টে দিনাতিপাত করি। কারখানা কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। আমরা অনুরোধ করেও সমাধান পাচ্ছি না। দাবিদাওয়ার বিষয়ে জানাতে গেলে আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করেছে। চাকরিচ্যুত করারও হুমকি দেওয়া হয়। আমাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না।’

শ্রীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোস্তাকিম রাজীব বলেন, ‘আমরা শ্রম আইন অনুযায়ী বেতনভাতা পরিশোধ করি। কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করা হবে। তা শ্রমিকদের জানানো হয়েছে। কিন্তু এসব না শুনে কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভবানীপুর জোনের পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ করে। কারখানা কর্তৃপক্ষ কিছু দাবি মানলেও তারা সড়ক ছাড়ছে না। তাতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...