শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
খুব অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি, আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে, সেখান থেকেই এই বার্তাটুকু বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব, এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হারিয়েছে হাজার হাজার মানুষ। গুম হয়েছে হাজার হাজার মানুষ। আমাদের পক্ষে ঢাকায় বসে সবার খোঁজখবর নেওয়া সম্ভব না। আপনারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দুঃখ-কষ্টের কথা বলবেন। তাঁদের মাধ্যমে আপনাদের কথাগুলো আমাদের সামনে আসবে।’
জাহিদ বলেন, ‘যাঁরা আন্দোলনে শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তো তাঁদের পাশে দাঁড়াতে পারি। সেই নির্দেশনা সব সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রেখেছেন। তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। আপনারা সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বিএনপি পালিয়ে যায়নি। বহু নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপি মনে করে, দলের চেয়ে দেশ বড়। এ জন্য দেশের মানুষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যখন দেখব গণতন্ত্র ফিরেছে, তখনই বিএনপি রাজপথ ছাড়বে। গণতন্ত্রের পক্ষে হবে আগামীর বাংলাদেশ।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
খুব অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সব ধোঁয়াশা কেটে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কালো মেঘ দূর হবে, ঘাতকের বিচার হবে, দেশের পাচার হওয়া টাকাগুলো ফেরত আসবে। আমরা মনে করি, আগামীকাল ১৩ জুন যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে আলোচনা হবে, সেখান থেকেই এই বার্তাটুকু বাংলাদেশের মানুষ পাবে। আমরা বলব, এটি শীর্ষ নেতাদের একটি বৈঠক।’
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হোসেন এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ হারিয়েছে হাজার হাজার মানুষ। গুম হয়েছে হাজার হাজার মানুষ। আমাদের পক্ষে ঢাকায় বসে সবার খোঁজখবর নেওয়া সম্ভব না। আপনারা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে দুঃখ-কষ্টের কথা বলবেন। তাঁদের মাধ্যমে আপনাদের কথাগুলো আমাদের সামনে আসবে।’
জাহিদ বলেন, ‘যাঁরা আন্দোলনে শহীদ হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তো তাঁদের পাশে দাঁড়াতে পারি। সেই নির্দেশনা সব সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে রেখেছেন। তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আমাদের আছে। আপনারা সব সময় মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে আছে। বিএনপি কখনো জনগণকে ছেড়ে যায়নি, বিএনপি পালিয়ে যায়নি। বহু নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে। ১৯৯১ সালে বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন দিয়ে সংসদে পাঠিয়েছেন। বেগম খালেদা জিয়া দেশের জনগণকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপি মনে করে, দলের চেয়ে দেশ বড়। এ জন্য দেশের মানুষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। বিএনপি জনগণের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত রাজপথ থেকে সরে আসবে না। যখন দেখব গণতন্ত্র ফিরেছে, তখনই বিএনপি রাজপথ ছাড়বে। গণতন্ত্রের পক্ষে হবে আগামীর বাংলাদেশ।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীসহ জুলাই-আগস্টে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালানো হয়েছিল, দীর্ঘ সাত বছর পর তিনি আজ সেই ঠাকুরগাঁও সদরের বেগুনবাড়ি দানারহাট এলাকায় মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর দলের মহাসচিবের আগমনে স্থানীয় নেতা-কর্মী...
৬ মিনিট আগেট্রাফিক সূত্রে জানা যায়, রাজধানীর দিকে যাওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৪০৭) দ্রুতগতিতে অন্যান্য যানবাহনকে পেছনে ফেলে বাঁ পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
১৪ মিনিট আগেকুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা...
৩৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
৪৪ মিনিট আগে