Ajker Patrika

চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৯: ২৫
চাঁদাবাজির মামলায় গাজীপুরে বিএনপির ২ নেতা কারাগারে

চাঁদাবাজির মামলায় গাজীপুরের গাছায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গাছা হাজীরপুকুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাঁদের মধ্যে ফারুক খান দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় দল থেকে বহিষ্কার হন। 

পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর গাছা থানা এলাকায় বিএনপির প্রভাব খাঁটিয়ে চাঁদাবাজি, দখল–ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। এলাকার কয়েকটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদাবাজি করেন তাঁরা। 

তাঁদের বিরুদ্ধে এসব বিষয়ে সংশ্লিষ্ট থানা ও সেনাসদস্যদের কাছে নামে–বেনামে একাধিক অভিযোগ আসে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহানগরীর গাছা থানাধীন হাজীরপুকুর এলাকার একটি বাসা থেকে ফারুক খান ও আব্দুল্লহকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে ওসি আলী মোহাম্মদ রাশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গাছা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

তিনি আরও জানান, সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর দেশ দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

এলাকার খবর
Loading...