Ajker Patrika

শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগনে নিহতের ঘটনায় মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা অলিদ মিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত শাহরিয়ারের মামা রনী মিয়াকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের অলিদ মিয়ার ছেলে শাহরিয়ার শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা লিচুতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি চাকরি করতেন পৌরসভার গিলারচালা এলাকায় প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায়।

গত বৃহস্পতিবার দুপুরে লিচুতলা এলাকার ভাড়া বাসায় এসে আপন ভাগনে শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার পর রনী পালিয়ে যান।

নিহতের স্বজনেরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হোসেন আলীর ছেলে রনী মিয়ার কাছ থেকে তার আপন বোন রোকেয়া বেগমের কিছু টাকা ধার নিয়েছিলেন। ভাইয়ের কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিতে পারছিলেন না। এই নিয়ে গত কয়েক দিন আগে ওই টাকা নেওয়ার জন্য ভাগনে শাহরিয়ারের বাসায় আসেন রনী। বৃহস্পতিবার দুপুরে রনী তার বড় বোনের কাছে টাকা ফেরত চাইলে দু’জন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মা ও মামার ঝগড়ার একপর্যায়ে শাহরিয়ার ঘর থেকে বের হয়ে বাইরে যাচ্ছিলেন। রনী ঘরের জানালা দিয়ে তা দেখে ছুটে গিয়ে ভাগনে শাহরিয়ারকে ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করেন। এতে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ার মাটিতে লুটিয়ে পড়লে রনী পালিয়ে যান। পরে প্রতিবেশীরা শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক কলহের জেরে ভাগনেকে ছুরিকাঘাতে হত্যা করেছেন রনী। নিহতের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরপরই রনী পালিয়ে যান। পরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অলিদ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আসামি রনীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

এলাকার খবর
Loading...