Ajker Patrika

সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে জরিমানা, নেওয়া হলো মুচলেকা

সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে জরিমানা, নেওয়া হলো মুচলেকা

গাজীপুরের শ্রীপুরে সহপাঠীকে বাল্যবিবাহ করার সময় বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বাবাকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

অর্থ জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তিনি বলেন, ‘বর ও কনে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তাদের বিয়ের বয়স হয়নি। এ কারণে তাদের বাল্যবিবাহ বন্ধ করা হয়। এ ছাড়া বর ও কনের বাবাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।’ 

শ্রীপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন দেখে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি উপজেলা সহকারী কমিশনারকে পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।’ 

বাল্যবিবাহের বর ও কনে সহপাঠী বলে জানান সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘ওই দুই শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল। যা কিছুদিন আগে প্রকাশ পায়। অন্য শিক্ষার্থীর মধ্যে এর প্রভাব পড়তে পারে তাই তাদের শাস্তি হিসেবে বিদ্যালয়ে আসা নিষেধ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...