গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন যুবক।
আজ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ত্রিমোহিনী বাজার এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ে। লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক ও তাঁর সহযোগীরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবা, পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী মিয়া, আঁখি আখতার প্রমুখ।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা প্রায়ই বিদ্যালয়ের গেটের সামনে ও রাস্তা–ঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে অভিযুক্ত মেহেদী হাসানকে মৌখিকভাবে শাসন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এরই জেরে ধরে গতকাল দুপুরে শিক্ষক রাজিব সুলতানকে ত্রিমোহিনী বাজারে একটি চায়ের দোকানের সামনে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যান।
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিত ও হত্যার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন যুবক।
আজ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর উপজেলার ত্রিমোহিনী বাজার এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
এ ঘটনা ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ে। লাঞ্ছিত হয়েছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সুলতান। বর্তমানে শিক্ষক রাজিব সুলতান গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক ও তাঁর সহযোগীরা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে বখাটে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি আ. বারী, সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আবু রায়হান রিপন, পিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবা, পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বাপ্পী মিয়া, আঁখি আখতার প্রমুখ।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা প্রায়ই বিদ্যালয়ের গেটের সামনে ও রাস্তা–ঘাটে ছাত্রীদের উত্ত্যক্ত করেন। বিষয়টি ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। পরে অভিযুক্ত মেহেদী হাসানকে মৌখিকভাবে শাসন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এরই জেরে ধরে গতকাল দুপুরে শিক্ষক রাজিব সুলতানকে ত্রিমোহিনী বাজারে একটি চায়ের দোকানের সামনে মেহেদী হাসানসহ তাঁর সহযোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ মিনিট আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১০ মিনিট আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
১ ঘণ্টা আগে