সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
ফেনীর সোনাগাজীতে লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের খুরশিদ আলম ভূঞার বাড়ির খামারে এ ঘটনা ঘটে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, খামার মালিক নজরুল ইসলাম পলাশ।
ক্ষতিগ্রস্ত খামার মালিক ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন শুরু করেন। পুরো এলাকা গত দুই দিন বুধবার ও বৃহস্পতিবার প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুতের জন্য বারবার মোবাইল ফোনে কল দিয়েও কোনো সাড়া পাননি তিনি। ফলে গতকাল বেলা ৩টার দিকে মুরগিগুলো মরে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম বলেন, ‘বর্ধিত মূল্যে পোলট্রি খাদ্য খাইয়ে লাভের আশায় মুরগিগুলো খামারে লালন-পালন করেছিলাম। প্রতিটি মুরগি প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের ছিল। কিন্তু প্রচণ্ড গরম ও ভয়াবহ লোডশেডিংয়ে আমার ৮০০ মুরগি মারা গেল। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কীভাবে খামার পরিচালনা করব, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’
অভিযোগের বিষয়ে সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ বলেন, গত দুই-তিন দিন যাবৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফেল করেছিল। প্রচণ্ড গরমের মধ্যে চাহিদার তুলনায় ৪৪ শতাংশ বিদ্যুৎ পেয়েছি। এ ছাড়া ৩৩ কেভি ভোল্টেজের মধ্যে ১০ কেভি ভোল্টেজে নেমে যায়। ফলে চাহিদা মোতাবেক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
প্রকৌশলী আরও বলেন, ‘লোডশেডিং ও প্রচণ্ড গরমে একটি পোলট্রি খামারের মুরগি মারা গেছে বলে খবর পেয়েছি।’
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
১ ঘণ্টা আগে