দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বিসিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) এবং একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হয়েছেন একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুর আমন্ত্রণে কুমিল্লা থেকে তিন বন্ধু গতকাল শনিবার রাতে ফেনীতে আসেন। আজ সকালে তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি মহাসড়কের ফেনী বিসিক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। আহত মো. সজীব ও মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সজীব মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বিসিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) এবং একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত হয়েছেন একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুর আমন্ত্রণে কুমিল্লা থেকে তিন বন্ধু গতকাল শনিবার রাতে ফেনীতে আসেন। আজ সকালে তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেলটি মহাসড়কের ফেনী বিসিক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। আহত মো. সজীব ও মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সজীব মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
২০ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৬ মিনিট আগে