ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।
ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।
বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।
ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।
বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৪ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে