ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।
ফেনীর ফুলগাজীতে টানা বৃষ্টি এবং ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মুহুরী নদীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে।
আজ শুক্রবার সকাল পর্যন্ত উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বসন্তপুর, জগৎপুর, বাসুড়া, বিজয়পুরসহ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার তথ্য জানা গেছে। বাঁধ ভাঙার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। তারা বলছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বছরের পর বছর ধরে দায়সারা কাজ করে যাচ্ছে। এ কারণে বাঁধ ভেঙে গেছে।
উত্তর বরইয়ার বাসিন্দা নিশাদ বলেন, ‘আরেকটু পানি বাড়লে আমাদের ঘরবাড়ি পুরোপুরি ডুবে যাবে। আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। কোথায় যাব, কীভাবে রক্ষা পাব, বুঝতে পারছি না।’
বরইয়া এলাকার বাসিন্দা রাকিব বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে নদীর পানি বাড়তে থাকে। স্থানীয়রা মিলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও কাজ হয়নি। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই আবার সেই দুঃস্বপ্ন ফিরে এসেছে।’
বসন্তপুর বাজারের ব্যবসায়ী রাশেদ বলেন, ‘প্রতিবছরের জুন-জুলাইয়ে এমন হয়। একটু বৃষ্টি হলেই নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে যায়। দোকানের পণ্য ভিজে যায়। বড় আর্থিক ক্ষতির মুখে পড়ি। অভিযোগ করে লাভ নেই। এখন এসবের সঙ্গে মানিয়ে নিয়েছি।’
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বৃষ্টিপাত কম থাকায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। পাউবো ও প্রশাসনের কর্মকর্তারা ভাঙন এলাকায় অবস্থান করছেন। পানি নেমে গেলে সংস্কারকাজ শুরু হবে।
পাউবোর ফেনী উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, ‘উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি বাড়ছে। আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো চিহ্নিত করে কাজ চলছে।’
পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. আক্তার হোসেন মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পানির চাপে বাঁধ দুটি ভেঙে গেছে। সংস্কারকাজ চলছে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
ফেনী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ফেনীতে ২৪ ঘণ্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শুক্রবার রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
২০২৪ সালের আগস্টে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ২৯ জন প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামোসহ প্রায় সব খাত। পানিবন্দী হয় ১০ লাখের বেশি মানুষ।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল অঙ্কের পণ্য পুড়ে গেছে। ধ্বংস হয়েছে গার্মেন্টস রপ্তানির চালান, ওষুধ শিল্পের কাঁচামাল এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শত শত শিপমেন্ট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, এখানে কেবল আর্থিক ক্ষতি নয়, বরং দেশের শিল্প
৭ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রোববার (১৯ অক্টোবর) বিকেলে ভুখা মিছিলটি শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ।
১৭ মিনিট আগেরাজধানীর লালবাগ থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩০ মিনিট আগেসিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধন ও পুনর্বাসনও হয়। আজ রোববার হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাব হোসেন এসব কথা বলেন। জেলা কারাগার কর্তৃপক্ষ এই আয়োজন করে।
৪২ মিনিট আগে