ফেনী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
আজ দুপুরে দেখা যায়, শহরের প্রধান সড়ক, মোড় ও স্থাপনাগুলো তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়ক বিভাজক, চত্বর ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে এনসিপি নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে।
সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ির কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনী পৌঁছাবেন। ট্রাংক রোডে পথসভায় প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ বিতর্কিত মন্তব্য করছে। তবে আমরা বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও সার্বক্ষণিক অবহিত রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।’ দলের জেলা সংগঠক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। জেলার সর্বত্র প্রচারণা চালানো হয়েছে। কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে।’
ট্রাংক রোডের কর্মসূচি শেষে মহিপালে যাবেন এনসিপি নেতারা। গত বছরের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডস্থলে আরেকটি পথসভা করবেন তাঁরা। পরে তাঁরা সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে ফেনী শহর। শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজ সোমবার ফেনীতে পথসভা করবেন।
আজ দুপুরে দেখা যায়, শহরের প্রধান সড়ক, মোড় ও স্থাপনাগুলো তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সড়ক বিভাজক, চত্বর ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে এনসিপি নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার। সভাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে।
সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ির কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনী পৌঁছাবেন। ট্রাংক রোডে পথসভায় প্রধান অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া বক্তব্য দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়েরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে কেউ কেউ বিতর্কিত মন্তব্য করছে। তবে আমরা বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকেও সার্বক্ষণিক অবহিত রাখা হয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত নই।’ দলের জেলা সংগঠক আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। জেলার সর্বত্র প্রচারণা চালানো হয়েছে। কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে।’
ট্রাংক রোডের কর্মসূচি শেষে মহিপালে যাবেন এনসিপি নেতারা। গত বছরের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডস্থলে আরেকটি পথসভা করবেন তাঁরা। পরে তাঁরা সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই কর্মকর্তা গতকাল রাতে সাংবাদিকদের বলেন...
২ মিনিট আগেমানববন্ধনে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা সাধারণ জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে ইলিশ রক্ষায় সহযোগিতা করেছি। অথচ কিছু প্রভাবশালী ট্রলিং ট্রলার মালিক প্রশাসনের নীরবতায় সাগরে অবৈধভাবে মাছ ধরছে এবং ইলিশের পোনা ধ্বংস করছে। এটা শুধু জেলেদের ক্ষতি নয়, এটি জাতীয় সম্পদের ওপরও বড় হুমকি।’ তিনি
৩ মিনিট আগেক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনে শুধু তাদের আর্থিক ক্ষতিই হয়নি, অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্ডারেও ক্ষতি হবে। এতে মাঠপর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ওষুধ শিল্পের কাঁচামাল পুড়ে যাওয়ায় দেশের স্বাস্থ্য খাতে বিরূপ প্রভাব...
১৯ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দাদার নাম শাবান আলী (৭৫)। তিনি চন্ডিপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি মো. রানা (২৪) পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগে