নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মঙ্গলবার উদ্বোধন হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর রেললাইন প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় উদ্বোধন করে ট্রেনে চড়ে ভাঙ্গায় যাবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। আর প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেন চালাবেন লোকোমাস্টার (চালক) আবুল কাশেম।
আবুল কাশেম বাংলাদেশ রেলওয়েতে এমএল গ্রেড-১ পদের লোকোমাস্টার। ২০ বছর ধরে চাকরি করছেন।
চাকরিজীবনে বিরল অভিজ্ঞতা সম্পর্কে লোকোমাস্টার (চালক) আবুল কাশেম বলেন, ‘রেলে ২০ বছর চাকরি করছি। এ সময়ের মধ্যে এমন উল্লেখযোগ্য দিন আর আসেনি, কখনো আসবে কি না, জানি না। রেলে চাকরিজীবনে আমার স্বপ্নপূরণের দিন আজ।’
আবুল কাশেম বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। স্বপ্নপূরণের দিন। রেলে আমরা যারা কাজ করি, আমাদের স্বপ্নের দিন ৷ কারণ আজ আমাদের ট্রেনে যাত্রীসাধারণের সঙ্গে সফরসঙ্গী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আবুল কাশেম আরও বলেন, ‘এই অনুভূতি আনন্দের, উৎসাহের। প্রধানমন্ত্রী আমাদের ট্রেনে যাচ্ছেন, এটাই আমার কাছে চাকরিজীবনে বড় প্রাপ্তি। এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমরা গর্বিত। উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি।’
চাকরিজীবনে এর চেয়ে স্মরণীয় ঘটনা রয়েছে কি না, জানতে চাইলে আবুল কাশেম বলেন, ‘না, এত বড় স্মরণীয় ঘটনা ঘটেনি। আজ পূর্বের সব ঘটনাকে পেছনে ফেলে স্মরণীয় হয়ে থাকবে। তবে আমিই পদ্মা সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়েছি। মাওয়া থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত।’
আবুল কাশেম বলেন, ‘ট্রেনের কো-অপারেট হিসেবে আছি। আমার সঙ্গে আছেন আরও দুই জুনিয়র।’
এ ছাড়া রয়েছেন রবিউল ইসলাম নামে আরেকজন লোকমাস্টার। তিনি সাপোর্ট লোকোমোটিভ নিয়ে আগে চলবেন, কোনো কারণে এই লোকোমোটিভে সমস্যা হলে সেটা পরিবর্তন করা হবে।
প্রসঙ্গত, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৬৯ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।
আজ মঙ্গলবার উদ্বোধন হচ্ছে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুর রেললাইন প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় উদ্বোধন করে ট্রেনে চড়ে ভাঙ্গায় যাবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেবেন। আর প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রেন চালাবেন লোকোমাস্টার (চালক) আবুল কাশেম।
আবুল কাশেম বাংলাদেশ রেলওয়েতে এমএল গ্রেড-১ পদের লোকোমাস্টার। ২০ বছর ধরে চাকরি করছেন।
চাকরিজীবনে বিরল অভিজ্ঞতা সম্পর্কে লোকোমাস্টার (চালক) আবুল কাশেম বলেন, ‘রেলে ২০ বছর চাকরি করছি। এ সময়ের মধ্যে এমন উল্লেখযোগ্য দিন আর আসেনি, কখনো আসবে কি না, জানি না। রেলে চাকরিজীবনে আমার স্বপ্নপূরণের দিন আজ।’
আবুল কাশেম বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। স্বপ্নপূরণের দিন। রেলে আমরা যারা কাজ করি, আমাদের স্বপ্নের দিন ৷ কারণ আজ আমাদের ট্রেনে যাত্রীসাধারণের সঙ্গে সফরসঙ্গী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আবুল কাশেম আরও বলেন, ‘এই অনুভূতি আনন্দের, উৎসাহের। প্রধানমন্ত্রী আমাদের ট্রেনে যাচ্ছেন, এটাই আমার কাছে চাকরিজীবনে বড় প্রাপ্তি। এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমরা গর্বিত। উচ্ছ্বাসের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি।’
চাকরিজীবনে এর চেয়ে স্মরণীয় ঘটনা রয়েছে কি না, জানতে চাইলে আবুল কাশেম বলেন, ‘না, এত বড় স্মরণীয় ঘটনা ঘটেনি। আজ পূর্বের সব ঘটনাকে পেছনে ফেলে স্মরণীয় হয়ে থাকবে। তবে আমিই পদ্মা সেতু দিয়ে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালিয়ে প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়েছি। মাওয়া থেকে ভাঙ্গা স্টেশন পর্যন্ত।’
আবুল কাশেম বলেন, ‘ট্রেনের কো-অপারেট হিসেবে আছি। আমার সঙ্গে আছেন আরও দুই জুনিয়র।’
এ ছাড়া রয়েছেন রবিউল ইসলাম নামে আরেকজন লোকমাস্টার। তিনি সাপোর্ট লোকোমোটিভ নিয়ে আগে চলবেন, কোনো কারণে এই লোকোমোটিভে সমস্যা হলে সেটা পরিবর্তন করা হবে।
প্রসঙ্গত, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৬৯ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
২ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৪০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে