ফরিদপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের প্রচারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারে আসেন মাশরাফি বিন মর্তুজা। এরপর তিনি কামারগ্রাম আদর্শ কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান।
নির্বাচনী সভায় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘কার সঙ্গে নির্বাচনে আসলাম! মাঝে মাঝে মনে হয়, গলায় রশি দিয়ে মরে যাই। তোমার বয়স ৪৬ বছর। আর আমার রাজনীতির বয়সই ৫৭ বছর। আমি যেদিন মুক্তিযুদ্ধ করেছি, সেদিন তুমি মায়ের পেটে পর্যন্ত আসোনি।’
জনসভায় বক্তব্যে আবদুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে আমি এলাকায় সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তখন আমরা বসে থাকতে পারি না। এ জন্য আমাকে সারা দেশে সময় দিতে হয়েছে। এ জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি। তবে আমি কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি।’
নির্বাচনে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুর রহমান। তিনি বলেন, ‘৭ তারিখে (৭ জানুয়ারি) প্রমাণিত হবে, মানুষ কালোটাকায় ভোট দেয় না।’
এ সময় মাশরাফি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আবদুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ তিনি ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের পক্ষে ভোট চান। একই সঙ্গে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দিলীপ রায়, কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমানের প্রচারে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গায় নির্বাচনী প্রচারে আসেন মাশরাফি বিন মর্তুজা। এরপর তিনি কামারগ্রাম আদর্শ কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর রহমান।
নির্বাচনী সভায় আসনটির স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের উদ্দেশে আবদুর রহমান বলেন, ‘কার সঙ্গে নির্বাচনে আসলাম! মাঝে মাঝে মনে হয়, গলায় রশি দিয়ে মরে যাই। তোমার বয়স ৪৬ বছর। আর আমার রাজনীতির বয়সই ৫৭ বছর। আমি যেদিন মুক্তিযুদ্ধ করেছি, সেদিন তুমি মায়ের পেটে পর্যন্ত আসোনি।’
জনসভায় বক্তব্যে আবদুর রহমান বলেন, ‘গত পাঁচ বছরে আমি এলাকায় সেভাবে সময় দিতে পারিনি বলে অনেকের অভিযোগ আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়, তখন আমরা বসে থাকতে পারি না। এ জন্য আমাকে সারা দেশে সময় দিতে হয়েছে। এ জন্য আমি ইচ্ছা থাকলেও আপনাদের মাঝে আসতে পারিনি। তবে আমি কারও উপকার করতে না পারলেও ক্ষতি করিনি।’
নির্বাচনে ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আবদুর রহমান। তিনি বলেন, ‘৭ তারিখে (৭ জানুয়ারি) প্রমাণিত হবে, মানুষ কালোটাকায় ভোট দেয় না।’
এ সময় মাশরাফি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। আবদুর রহমানের মার্কাও নৌকা। তাই ৭ জানুয়ারি ভোটের দিনে সকলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন।’ তিনি ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানের পক্ষে ভোট চান। একই সঙ্গে নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে তাঁর জন্য সবার প্রতি দোয়া কামনা করেন।
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন শিকদার, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি দিলীপ রায়, কেন্দ্রীয় মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা মিয়া প্রমুখ।
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে