Ajker Patrika

ফরিদপুরে অটোরিকশা চালককে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অটোরিকশা চালককে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে হৃদয় হোসেন বাবুল নামের এক অটোরিকশা চালককে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন—জেলার সদর উপজেলার খাসকান্দি দীঘিরচালা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে শাহিদ শেখ (৩৮)। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনি গ্রামের মৃত হালিম শিকদারের ছেলে নজরুল সিকদার (৩৩)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন—জেলার সদর উপজেলার অম্বিকাপুর ধুলদি গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খান (২৩)। আদালতের রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিদ শেখ বাদে বাকি দুই আসামি অনুপস্থিত ছিল।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ২১ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বনি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে হৃদয় হোসেন বাবুল (২৭) ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে চার যুবক ওই দিন সন্ধ্যায় মুকসেদপুর বরইতলা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে বাবুলের অটোরিকশাটি ভাড়া করেন। অনেক রাত হলেও তিনি আর ওই দিন বাড়ি ফেরেনি। নিখোঁজের দুই দিন পর ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার কাজীরটেক এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে আগুনে পোড়া বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে এই হত্যাকাণ্ড ও রিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে শনাক্ত করে কোতোয়ালি থানা-পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজের রাষ্ট্রপক্ষের কৌশলী মো. নওয়াব আলী মৃধা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে চালককে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...