ফরিদপুর প্রতিনিধি
ইতালি নেওয়া কথা বলে ফরিদপুর থেকে দুই জনকে নেওয়া হয়েছিল লিবিয়ায়। সেখানে নেওয়ার পর তাঁদের ওপর নির্যাতন করা হয়। এরপর নেওয়া হয় মুক্তিপণ। তবে এতেও মুক্তি মেলেনি। গুলি করে হত্যা করা হয়েছে ওই দুই যুবককে।
নিহত ওই দুই যুবক হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার ওরফে রাসেল (২৫)। তাঁদের হত্যার পর পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সেই ছবি।
এদিকে এ খবর শুনে থামছে না দুই পরিবারের আহাজারি। সন্তানের জন্য বিলাপ করছেন আকাশ হাওলাদারের বৃদ্ধ মা লিপিয়া বেগম। সন্তান নিহত হওয়ার খবরে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের আনোয়ার মাতুব্বর, আবু তারা মাতুব্বর ও আলমাস মাতুব্বরের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার প্রস্তুতি নেন এই দুই যুবক। গত নভেম্বরে এই চক্রের হাতে ১৬ লাখ করে টাকা দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে।
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, তাঁর ছেলেকে প্রথমে দুবাই নেওয়া হয়। এরপর সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হত্যা করা হয়েছে।
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘৪-৫ দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সেই টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’
স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, এই মানব পাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতালি নেওয়ার কথা বলে যাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁদের সঙ্গে খারাপ কিছু ঘটে টাকা না পেলে। কখনো অত্যাচার, কখনো মেরে ফেলে ওরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ভাঙ্গার দুটি ছেলেকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাঁদের সঙ্গে আলোচনা করে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইতালি নেওয়া কথা বলে ফরিদপুর থেকে দুই জনকে নেওয়া হয়েছিল লিবিয়ায়। সেখানে নেওয়ার পর তাঁদের ওপর নির্যাতন করা হয়। এরপর নেওয়া হয় মুক্তিপণ। তবে এতেও মুক্তি মেলেনি। গুলি করে হত্যা করা হয়েছে ওই দুই যুবককে।
নিহত ওই দুই যুবক হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার ওরফে রাসেল (২৫)। তাঁদের হত্যার পর পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সেই ছবি।
এদিকে এ খবর শুনে থামছে না দুই পরিবারের আহাজারি। সন্তানের জন্য বিলাপ করছেন আকাশ হাওলাদারের বৃদ্ধ মা লিপিয়া বেগম। সন্তান নিহত হওয়ার খবরে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের আনোয়ার মাতুব্বর, আবু তারা মাতুব্বর ও আলমাস মাতুব্বরের প্রলোভনে পড়ে ইতালি যাওয়ার প্রস্তুতি নেন এই দুই যুবক। গত নভেম্বরে এই চক্রের হাতে ১৬ লাখ করে টাকা দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে।
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, তাঁর ছেলেকে প্রথমে দুবাই নেওয়া হয়। এরপর সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হত্যা করা হয়েছে।
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘৪-৫ দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করছিল পাচারকারী চক্র। সেই টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’
স্থানীয় বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, এই মানব পাচার চক্র এভাবে মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ইতালি নেওয়ার কথা বলে যাঁদের নিয়ে যাওয়া হয়, তাঁদের সঙ্গে খারাপ কিছু ঘটে টাকা না পেলে। কখনো অত্যাচার, কখনো মেরে ফেলে ওরা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ভাঙ্গার দুটি ছেলেকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাঁদের সঙ্গে আলোচনা করে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৮ ঘণ্টা আগে