নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীর ইউএনও মো. রেজাউল করিম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
এ সময় হাইকোর্ট বলেন, ‘আদালত সবার ওপরে। আদালতের আদেশ সবার মানতে হয়। আদালতের সমন নিয়ে জারিকারক আপনাদের কাছে গিয়েছিল। উচিত ছিল তাঁকে ধন্যবাদ দেওয়া। অথচ দুর্ব্যবহার করলেন, যে আচরণ করলেন তাতে সভ্য রাষ্ট্রে কলঙ্ক লেগে গেল। আপনি একটা ছোট বিষয় হ্যান্ডেল করতে পারেন না। কীভাবে জনসেবা করবেন? মনে রাখবেন, আইন আদালত আছে বলেই আপনি সম্মান পান। আর আপনি যদি আইন না মানেন, কেউ আপনাকে মানবে না।
হাইকোর্ট ইউএনও মো. রেজাউল করিমের উদ্দেশে আরও বলেন, ‘আদালতের জারিকারকের সঙ্গে আপনাদের দুর্ব্যবহারের ঘটনা পত্রিকায় এসেছে। সাধারণ মানুষ ভাবছে বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের মধ্যে মারামারি লেগে গেছে, এটা শোভনীয় নয়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।’
পরে আদালত দুজনকেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আদালত অবমাননার রুলের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন। আদালতে ইউএনও এবং নাজিরের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে, গত ৭ জুন ইউএনও মো. রেজাউল করিম ও নাজির উকিল মিয়াকে তলব করেন হাইকোর্ট।
আদালতের জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীর ইউএনও মো. রেজাউল করিম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
এ সময় হাইকোর্ট বলেন, ‘আদালত সবার ওপরে। আদালতের আদেশ সবার মানতে হয়। আদালতের সমন নিয়ে জারিকারক আপনাদের কাছে গিয়েছিল। উচিত ছিল তাঁকে ধন্যবাদ দেওয়া। অথচ দুর্ব্যবহার করলেন, যে আচরণ করলেন তাতে সভ্য রাষ্ট্রে কলঙ্ক লেগে গেল। আপনি একটা ছোট বিষয় হ্যান্ডেল করতে পারেন না। কীভাবে জনসেবা করবেন? মনে রাখবেন, আইন আদালত আছে বলেই আপনি সম্মান পান। আর আপনি যদি আইন না মানেন, কেউ আপনাকে মানবে না।
হাইকোর্ট ইউএনও মো. রেজাউল করিমের উদ্দেশে আরও বলেন, ‘আদালতের জারিকারকের সঙ্গে আপনাদের দুর্ব্যবহারের ঘটনা পত্রিকায় এসেছে। সাধারণ মানুষ ভাবছে বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের মধ্যে মারামারি লেগে গেছে, এটা শোভনীয় নয়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।’
পরে আদালত দুজনকেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আদালত অবমাননার রুলের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন। আদালতে ইউএনও এবং নাজিরের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে, গত ৭ জুন ইউএনও মো. রেজাউল করিম ও নাজির উকিল মিয়াকে তলব করেন হাইকোর্ট।
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
১ ঘণ্টা আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
২ ঘণ্টা আগে