Ajker Patrika

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
সৈয়দ হাসান মেহেদী রুবেল। ছবি: সংগৃহীত
সৈয়দ হাসান মেহেদী রুবেল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেল (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরক মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

রুবেল ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

ওসি মুহিব্বুল ইসলাম বলেন, রুবেল বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার অজ্ঞাতনামা আসামি।

গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত