খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ষষ্ঠ ধাপে ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় জনসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহর (আনারস প্রতীক) নির্বাচনী পথসভা হচ্ছিল। তিনি দুবারের উপজেলা চেয়ারম্যান। এ সময় অন্ধকার থেকে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। তাতে মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক কর্মীর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহত মনছুর আলী নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সব কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ষষ্ঠ ধাপে ২৯ মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় জনসভায় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাঠে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সহিদুজ্জামান শাহর (আনারস প্রতীক) নির্বাচনী পথসভা হচ্ছিল। তিনি দুবারের উপজেলা চেয়ারম্যান। এ সময় অন্ধকার থেকে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। তাতে মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক কর্মীর মাথা ফেটে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। আহত মনছুর আলী নামের আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী সহিদুজ্জামান শাহ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মতো রাতে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সব কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।’
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
২০ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
৩৯ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
৪৩ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৪ মিনিট আগে