খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত যুবক নাম নুরন্নবী ইসলাম (২১)। সম্পর্কে তিনি ওই শিশুর চাচা।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৯ জুন) দুপুরে খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (৮ জুন) বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী ওই শিশুও বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই অবস্থায় পানির তৃষ্ণা হলে অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায় শিশুরা। এই সময়ে সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক ওই শিশুকে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এই সময়ে ওই যুবক অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে রেখে পালিয়ে যার। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের মা-বাবা স্কুলছাত্রীকে বাড়ির বাইরে রেখে আসেন। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা-বাবা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী ওই শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাবালক মেয়ের ওপর এই জঘন্য অত্যাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা-পুলিশ সর্বদা সজাগ রয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত যুবক নাম নুরন্নবী ইসলাম (২১)। সম্পর্কে তিনি ওই শিশুর চাচা।
এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৯ জুন) দুপুরে খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (৮ জুন) বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী ওই শিশুও বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই অবস্থায় পানির তৃষ্ণা হলে অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায় শিশুরা। এই সময়ে সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক ওই শিশুকে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। এই সময়ে ওই যুবক অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে রেখে পালিয়ে যার। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের মা-বাবা স্কুলছাত্রীকে বাড়ির বাইরে রেখে আসেন। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা-বাবা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান।
ভুক্তভোগী ওই শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাবালক মেয়ের ওপর এই জঘন্য অত্যাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা-পুলিশ সর্বদা সজাগ রয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
১৪ মিনিট আগেকলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
৩১ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
৩৪ মিনিট আগেআজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউন
৩৭ মিনিট আগে