নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
নদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
৪ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
৭ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৩২ মিনিট আগেঅর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
৫ ঘণ্টা আগে