মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবলসংকটের কারণে আগে থেকেই ব্যাহত হচ্ছিল চিকিৎসাসেবা কার্যক্রম। এর মধ্যে গত চার মাস ওষুধ সরবরাহ না থাকায় মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ফুলবাড়ী উপজেলা। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দুটি ইউনিয়নে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন এসব স্বাস্থ্যকেন্দ্রে পরিবার-পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ৪০-৪২ রকমের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়।
সেবা প্রদানের জন্য প্রতিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ৫টি পদে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং একজন পিয়ন কাম নৈশপ্রহরী কর্মরত থাকার কথা থাকলেও শুধু আয়া পদে শতভাগ জনবল রয়েছে।
এদিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নে ১০ শয্যার তিন তলাবিশিষ্ট চিন্তামন মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০২১ সালে প্রায় ৪ কোটি ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলেও নির্মাণের তিন বছর পরও শুধু জনবলের অভাবে চালু হয়নি স্বাস্থ্যকেন্দ্রটি।
আলাদীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মুনতাসির বলেন, প্রায় চার মাস ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। জন্মবিরতিকরণ ইনজেকশন থাকলেও সিরিঞ্জ সরবরাহ নেই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসুনুল বান্না বলেন, নিয়োগ দেওয়া হয় অধিদপ্তর থেকে। দীর্ঘদিন থেকে পদগুলোয় নিয়োগ বন্ধ রয়েছে। আর ওষুধ সরবরাহের বিষয়টি মন্ত্রণালয়ের সাময়িক জটিলতার কারণে বন্ধ রয়েছে। এতে সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি ২-৩ মাসের মধ্যে সমস্যার সমাধান হবে।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জনবলসংকটের কারণে আগে থেকেই ব্যাহত হচ্ছিল চিকিৎসাসেবা কার্যক্রম। এর মধ্যে গত চার মাস ওষুধ সরবরাহ না থাকায় মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ফুলবাড়ী উপজেলা। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দুটি ইউনিয়নে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন উপস্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন এসব স্বাস্থ্যকেন্দ্রে পরিবার-পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ৪০-৪২ রকমের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হয়।
সেবা প্রদানের জন্য প্রতিটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে ৫টি পদে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া এবং একজন পিয়ন কাম নৈশপ্রহরী কর্মরত থাকার কথা থাকলেও শুধু আয়া পদে শতভাগ জনবল রয়েছে।
এদিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নে ১০ শয্যার তিন তলাবিশিষ্ট চিন্তামন মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ২০২১ সালে প্রায় ৪ কোটি ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সব প্রস্তুতি সম্পন্ন হলেও নির্মাণের তিন বছর পরও শুধু জনবলের অভাবে চালু হয়নি স্বাস্থ্যকেন্দ্রটি।
আলাদীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মুনতাসির বলেন, প্রায় চার মাস ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। জন্মবিরতিকরণ ইনজেকশন থাকলেও সিরিঞ্জ সরবরাহ নেই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসুনুল বান্না বলেন, নিয়োগ দেওয়া হয় অধিদপ্তর থেকে। দীর্ঘদিন থেকে পদগুলোয় নিয়োগ বন্ধ রয়েছে। আর ওষুধ সরবরাহের বিষয়টি মন্ত্রণালয়ের সাময়িক জটিলতার কারণে বন্ধ রয়েছে। এতে সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি ২-৩ মাসের মধ্যে সমস্যার সমাধান হবে।
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২ ঘণ্টা আগে