বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে দিনাজপুরের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবক উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।
এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে জাহাঙ্গীর আলম তাঁর নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেন, কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার হাকিমপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
দিনাজপুরের হাকিমপুরে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে দিনাজপুরের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক করাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সাইবার নিরাপত্তা আইনে থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবক উপজেলার ধরন্দা এলাকার সিপি রোডের মো. মোখলেছুর রহমানের ছেলে।
এজাহার থেকে জানা যায়, গত ১৭ জুন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে জাহাঙ্গীর আলম তাঁর নিজের ফেসবুক আইডিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট দেন। তিনি ওই পোস্টে লিখেন, কোরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁদের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার হাকিমপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষ করে জাহাঙ্গীর আলম তার নিজ ফেসবুকে পোস্ট দেন। এই অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
পাঁচ দিনের রিমান্ড শেষে অপূর্বকে আজ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ইসলামী ছাত্রশিবির ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা
২৪ মিনিট আগেপুরান ঢাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ওই বাসার সিঁড়িতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগেশেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
১ ঘণ্টা আগে