ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ওই পরিবারের। নিহত মঞ্জু আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক অভি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মতিয়ার রহমান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম ২০ বছর ধরে জাপানে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জাপান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন তিনি। বাড়ির নির্মাণকাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেলযোগে অভি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্বর এলাকায় মোড় ঘোরার সময় একই দিক থেকে আসা একটি ট্যাংকলরি (তেলবাহী ট্যাংক) তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক অভি (২২) ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলচালক অভি সড়কের বাঁ পাশে পড়ে আহত হন। অন্যদিকে ডান পাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হন। ট্যাংকলরিটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
এদিকে ওই প্রবাসফেরত যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লরিটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে ওই পরিবারের। নিহত মঞ্জু আলম ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্বর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক অভি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) মতিয়ার রহমান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম ২০ বছর ধরে জাপানে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জাপান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন তিনি। বাড়ির নির্মাণকাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেলযোগে অভি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্বর এলাকায় মোড় ঘোরার সময় একই দিক থেকে আসা একটি ট্যাংকলরি (তেলবাহী ট্যাংক) তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক অভি (২২) ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলচালক অভি সড়কের বাঁ পাশে পড়ে আহত হন। অন্যদিকে ডান পাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হন। ট্যাংকলরিটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
এদিকে ওই প্রবাসফেরত যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনেরা।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লরিটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
১১ মিনিট আগেকলেজটিতে বর্তমানে ১০ জন শিক্ষক ও দুজন কর্মচারী কর্মরত রয়েছেন। কলেজটির পরিচিতি থাকলেও শিক্ষার্থী সংখ্যা মাত্র একজন। চলতি বছর এই একজন শিক্ষার্থী শুধু এক বিষয়ে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
২৮ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে আরও সময় লাগবে। ভেতর থেকে এখন মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক পানি ও বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে। ফলে এই মুহূর্তে ওই এলাকা বিপজ্জনক।
৩১ মিনিট আগেআজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ব্যক্তির লাশ হস্তান্তরের কথা রয়েছে। লাশ গ্রহণের জন্য পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত ব্যক্তিদের স্বজনেরা উপজেলার গাজীপুর ইউন
৩৪ মিনিট আগে