ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল প্রমুখ।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে একইভাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় অনিয়মের অভিযোগ ওঠায় বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সে সময় টেন্ডার অনুযায়ী ঠিকাদার কর্তৃক সরবরাহ করা প্রতিটি গরুর ওজন ১০০ কেজি করে হওয়ার কথা থাকলেও গড়ে প্রতিটি গরুর ওজন ৬৫-৭০ কেজি পর্যন্ত পাওয়া যায়। এতে জনরোষে পড়ে কর্তৃপক্ষ। টেন্ডার অনুযায়ী গরুর ওজন ঠিক না থাকায় স্থানীয় লোকজন উত্তপ্ত হলে তোপের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরে গরুগুলো ফেরত নিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি কামাল পাশা বলেন, আগের গরুগুলো যেসব ব্যবসায়ীর দ্বারা কেনা হয়েছিল, তাঁরাই ওজনে কম দিয়েছিলেন। তাই সেগুলো ফেরত দিয়ে নতুন করে গরু নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান বলেন, আগের গরুগুলোর ওজন কম থাকায় স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়েছিল। এবার বিতরণের আগে গরুগুলোর ওজন নির্ণয় করা হয়েছে। ১২০ কেজি থেকে সর্বনিম্ন ৯০ কেজি পর্যন্ত গরু নেওয়া হয়েছে। সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে প্রতিটি গরুর সঙ্গে ১০০ কেজি করে সুষম খাদ্য ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। পরে চারটি করে টিন ও খুঁটি দেওয়া হবে।
অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গরু বিতরণ কার্যক্রম নতুন করে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সাতটি ইউনয়নের ৭০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ আরমান ইবনে ইদ্রিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান, ভেটেরিনারি সার্জন সজীব হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পদক শাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল প্রমুখ।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে একইভাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক অয়োজিত সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় অনিয়মের অভিযোগ ওঠায় বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সে সময় টেন্ডার অনুযায়ী ঠিকাদার কর্তৃক সরবরাহ করা প্রতিটি গরুর ওজন ১০০ কেজি করে হওয়ার কথা থাকলেও গড়ে প্রতিটি গরুর ওজন ৬৫-৭০ কেজি পর্যন্ত পাওয়া যায়। এতে জনরোষে পড়ে কর্তৃপক্ষ। টেন্ডার অনুযায়ী গরুর ওজন ঠিক না থাকায় স্থানীয় লোকজন উত্তপ্ত হলে তোপের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। পরে গরুগুলো ফেরত নিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি কামাল পাশা বলেন, আগের গরুগুলো যেসব ব্যবসায়ীর দ্বারা কেনা হয়েছিল, তাঁরাই ওজনে কম দিয়েছিলেন। তাই সেগুলো ফেরত দিয়ে নতুন করে গরু নেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার হাসান বলেন, আগের গরুগুলোর ওজন কম থাকায় স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে তা ফেরত দেওয়া হয়েছিল। এবার বিতরণের আগে গরুগুলোর ওজন নির্ণয় করা হয়েছে। ১২০ কেজি থেকে সর্বনিম্ন ৯০ কেজি পর্যন্ত গরু নেওয়া হয়েছে। সাতটি ইউনিয়নের ৭০ জন সুফলভোগীর মধ্যে প্রতিটি গরুর সঙ্গে ১০০ কেজি করে সুষম খাদ্য ও ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। পরে চারটি করে টিন ও খুঁটি দেওয়া হবে।
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
১৭ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
২১ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২২ মিনিট আগেআজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিন ইসলাম উপজেলার দত্তকুশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
২৫ মিনিট আগে