দিনাজপুর প্রতিনিধি
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
৩ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিট ভবনে আলাদাভাবে কারাবন্দী রোগীদের জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা করছে সরকার। কারাগারে আটক হাজতি ও কয়েদিদের চিকিৎসা কার্যক্রম চালাতে ভবনটির ছাদে ‘প্রিজন অ্যানেক্স’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেজমি বিক্রি ও ধারদেনা করে হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৫ যুবক অবৈধভাবে ইতালির উদ্দেশে বাড়ি ছেড়েছেন তিন-চার মাস আগে। মানব পাচার চক্র তাঁদের ইউরোপের দেশটিতে পাঠানোর জন্য প্রথমে লিবিয়ার উপকূলীয় শহর ত্রিপোলিতে নিয়ে যায়।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির ও আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
৩ ঘণ্টা আগে