Ajker Patrika

সাজার বদলে নামাজের আদেশে মহিলা পরিষদের বিস্ময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজার বদলে নামাজের আদেশে মহিলা পরিষদের বিস্ময় প্রকাশ

গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় আদালত সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা সংগঠন। সংগঠনটি মনে করছে সাম্প্রতিক সময়ে কিছু কিছু মামলার রায় ও পর্যবেক্ষণ বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের পরিপন্থী।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় তারা। 

সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামে গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামি দোষ স্বীকার করায় সাজার পরিবর্তে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় প্রদান করেন। বাংলাদেশ মহিলা পরিষদ আদালত কর্তৃক এ ধরনের শাস্তি প্রদানের ঘটনায় বিস্মিত। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ আদালতের প্রতি শ্রদ্ধা, সম্মান ও আস্থা রেখে সকল নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রের প্রচলিত আইন সমুন্নত থাকবে এ প্রত্যাশা করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত