Ajker Patrika

কলাবাগানে বন্ধ ফ্ল্যাট থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৮: ০২
Thumbnail image

রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকার একটি বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক আট বছর। আজ শনিবার দুপুরে বাড়ির কেয়ারটেকারের দেওয়া তথ্যের ভিত্তিতে কলাবাগান থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বিজন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজন দাস বলেন, বাসাটিতে এক নারী তাঁর তিন বছর বয়সী বাচ্চাকে নিয়ে থাকতেন। গতকাল শুক্রবার তাঁরা বাসায় তালা দিয়ে বেরিয়ে যান। আজ বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় থানায় জানানো হয় ৷ পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহতের নাম ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত