Ajker Patrika

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক
দীপু মনি। ফাইল ছবি
দীপু মনি। ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এ আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

আবেদনে বলা হয়েছে, দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে হিসাবগুলোতে আছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।

দুদক বলছে, ডা. দীপু মনি তাঁর অস্থাবর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের মামলা রয়েছে। অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত হলে এসব মামলায় তদন্তে ব্যাঘাত ঘটবে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীপু মনি গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত