সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
শাহীনুর কবির আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।
সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
শাহীনুর কবির আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্
৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে মো. মিন্টু (২৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুরের ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৩ নম্বর ইউনিটের কোষাধ্যক্ষ ছিলেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় আরও দুজন আহত হয়েছেন।
৩৪ মিনিট আগেআত্মগোপনে থাকা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈতৃক বাড়ির প্রবেশপথের গেট খুলে ফেলল বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। নিয়মবহির্ভূতভাবে গেট স্থাপনের অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে সেটি খুলে নেয় বিসিসি। নানকের পরিবারের দাবি, নিজস্ব জমির সড়কে তারা গেটটি স্থাপন করেছিল।
৩৭ মিনিট আগে‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিনে রংপুর শহরে ৬ কিলোমিটার পদযাত্রা করেছেন এনসিপির নেতা-কর্মীরা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।
১ ঘণ্টা আগে