Ajker Patrika

সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

সাভার(ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সাভারের আশুলিয়ায় শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

এর আগে সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নড়াইল জেলা সদর থানার বল্লার টুপ গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি আশুলিয়ার ভূমিদস্যু এম এ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শাহীনুর কবির বলেন, সোমবার দুপুরে পোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকার এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শামীম ওরফে মুন্না শেখকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি চায়নিজ কুড়াল, একটি ধারালো দা, তিনটি ছুরি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

শাহীনুর কবির আরও বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী মিলিত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে শামীম শেখ ওরফে মুন্না শেখকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ আশুলিয়া থানার কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত