Ajker Patrika

ধামরাইয়ে কীটনাশকের কারখানায় আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১: ২৩
ধামরাইয়ে কীটনাশকের কারখানায় আগুন, ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্পনগরীর ভেতরে একটি কীটনাশক উৎপাদনকারী কারখানায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই কারখানায় বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করা হতো বলে জানা গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যাণপুর ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মনির হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি এই ভবনের পাশেই থাকি। আগুন লেগেছিল ভোররাত ৪টারও আগে। প্রথমে দোতলায় আগুন লাগে। পরে কয়েকজন মিলে সেই আগুন নিভিয়ে ফেলে এবং কারখানার কেমিক্যাল সব বাইরে নিয়ে আসে। পরে তৃতীয় ও চতুর্থ তলায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।’

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন) নজমুজ্জামান বলেন, ‘৪টা ৪৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আসার পর দেখে আগুনের তীব্রতা অনেক বেশি। পরে কল্যাণপুর থেকে আমরাসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আমরা ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত