Ajker Patrika

ডিএসসিসির ডেঙ্গু মশা নিধনে অভিযান, জরিমানা ৩ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএসসিসির ডেঙ্গু মশা নিধনে অভিযান, জরিমানা ৩ লক্ষাধিক টাকা

এডিস মশা বিরোধী অভিযানে ২৪টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৩২৯টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

আজ বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের ইস্কাটন গার্ডেন, পরিবাগ, বাংলামোটর, বাসাবো, হাজারীবাগ, ডিআইটি রোডের ঢালকানগরে, আমুলিয়া, সারুলিয়া, ডেমরা, শেখদী, যাত্রাবাড়ী, এলিফ্যান্ট রোড, শাখারী পট্টি এবং কদমতলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের দৈনন্দিন কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং গণমাধ্যমের সচেতনতামূলক সংবাদ প্রচার অব্যাহত থাকার পরেও আমরা এখনো মানুষের নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে বিশেষ করে গ্যারেজে, ছাদে এবং কবুতর, বিড়াল ও কুকুরের মতো পোষা প্রাণীর খাবারের পাত্রে মশার লার্ভা পাচ্ছি। তাই ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত