Ajker Patrika

ডেমরায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তি কারাগারে

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৭: ২৭
ডেমরায় শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তি কারাগারে

রাজধানীর ডেমরায় ছয় বছরের এক শিশু ধর্ষণ মামলায় মো. দেলোয়ার হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁকে তোলা হলে এই আদেশ দেওয়া হয়।

কারাগারে পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘আদালতের আদেশে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আসামিকে পাঠানো হয়েছে।’

এদিকে ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই শিশুর নানা ডেমরা থানায় দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

দেলোয়ার হোসেনের বাড়ি রাজধানীর ডেমরার ডগাইর মধ্যপাড়া এলাকায়। মেয়েশিশুটিকে স্বাস্থ্যপরীক্ষার জন্য আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শিশুর বরাত দিয়ে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘শিশুটির মা অন্তঃসত্ত্বা হওয়ায় গত ৪ নভেম্বর একটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি দাদার বাড়িতে বাবার সঙ্গে ছিল। দেলোয়ার হোসেন শিশুটির আত্মীয়।

গত ৯ নভেম্বর দেলোয়ার হোসেন শিশুটির বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এই ঘটনা জানাজানির পর শিশুটির নানা বাদী হয়ে দেলোয়ার হোসেনের নামে ডেমরা থানায় গতকাল মামলা করেন। এরপর আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত