Ajker Patrika

বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ৭ জনকে নেওয়া হলো ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০: ৩৩
বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ৭ জনকে নেওয়া হলো ঢাকা মেডিকেলে

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে। তাঁদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের ঢামেকে নিয়ে আসেন। 

আহতরা হলেন—শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২), জুয়েল (৩০) ও সিজান (২২)। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভবনের বিভিন্ন তলায় আটকা পড়েছিলেন তাঁরা। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত