নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আলী হোসেন বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। এক বোন ও এক ভাইয়ের মধ্যে আলী হোসেন ছিল বড়। তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত সে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সঙ্গে থাকত।
মৃত আলী হোসেনের বাবা আজমির হোসেন বলেন, ‘সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮টার দিকে ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাই, তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে আলীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে কীভাবে আলী দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানাতে পারিনি।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টে ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছেলেটি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।
এএসআই আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি এখন হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। দুপুর ২টায় মর্গে নেওয়া হবে। নিহত ছাত্রের পরিবারের সদস্যরা এখন মেডিকেলে আছে। দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ এখন ঢাকা মেডিকেলে আছে। আমরা ধাক্কা দেওয়া গাড়িটি এখনো চিহ্নিত করতে পারিনি। চিহ্নিত করার কাজ চলছে।’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আলী হোসেন বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। এক বোন ও এক ভাইয়ের মধ্যে আলী হোসেন ছিল বড়। তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত সে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সঙ্গে থাকত।
মৃত আলী হোসেনের বাবা আজমির হোসেন বলেন, ‘সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮টার দিকে ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাই, তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে আলীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে কীভাবে আলী দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানাতে পারিনি।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টে ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছেলেটি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।
এএসআই আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি এখন হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। দুপুর ২টায় মর্গে নেওয়া হবে। নিহত ছাত্রের পরিবারের সদস্যরা এখন মেডিকেলে আছে। দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ এখন ঢাকা মেডিকেলে আছে। আমরা ধাক্কা দেওয়া গাড়িটি এখনো চিহ্নিত করতে পারিনি। চিহ্নিত করার কাজ চলছে।’
গাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৩ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৩৩ মিনিট আগেদিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং অন্যটি ২০১৩ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় নির্মাণ করে। সম্প্রতি মোহনপুর রাবার...
৩৮ মিনিট আগেনানা সমস্যার কারণে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না সরকার। এসব সমস্যার মধ্যে রয়েছে বস্তায় ভরে ধান খাদ্যগুদামে নিয়ে যাওয়া, ধান শুকিয়ে আর্দ্রতা ১৪ শতাংশে নামিয়ে আনা, চিটার জন্য প্রতিমণে এক-দুই কেজি বেশি ধান নেওয়ার মতো নানা শর্ত এবং ব্যাংকে দৌড়াদৌড়ি করা। চলতি বছর আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার.
১ ঘণ্টা আগে