Ajker Patrika

টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের ঘুমন্ত সহকারীর মৃত্যু

 টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত
টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুনে দগ্ধ হয়ে ভেতরে ঘুমিয়ে থাকা জাহাবির মিয়া (১৪) নামের চালকের সহকারী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিগাঁও বাজারসংলগ্ন সেতুতে গাঙচিল পরিবহনের একটি বাসে এই আগুন লাগে। নিহত জাহাবির পাশের লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতর হেলপার ঘুমিয়েছিল। পুরো শরীর দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বাসটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না।’

শফিকুল ইসলাম আরও বলেন, সাধারণত চালক-হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়। তবে কেউ আগুন লাগিয়েছে কি না, কিংবা কীভাবে আগুনের সূত্রপাত সেই কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্ত চলছে।

টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত
টঙ্গিবাড়ীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত হেলপার নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। তদন্তে মৃত্যুর অন্য কারণ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত